tag question rules pdf shit

আপনি যদি Tag question-এর পাঁচ নম্বর নিশ্চিত করতে চান তাহলে tag question rules pdf এই আর্টিকেলেটি নিশ্চিত এই পাঁচ নাম্বারের ধারণা দেবে।

কেননা tag question rules pdf এই শীটর প্রশ্ন থেকে আর কোন বিকল্প প্রশ্ন থাকবে না। তাই পরিক্ষায় পাঁচ নাম্বার নিশ্চিত করতে tag question rules pdf শীট-টির সম্পূর্ণ অংশ আয়ত্ত্ব করে নিন।

আর মনে রাখবেন প্রতিটি Rules সহজ ভাবে বুঝতে অবশ্যই আমাদের pdf শীট-টি ডাউনলোড করে নিবেন।

Tag question বলতে কি বুঝায়

Tag question: কথোপকথনের সময় Sentence-এর শেষে শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন সংযুক্ত করা হয়, তাকে Tag question বলে।

ট্যাগ প্রশ্ন যোগ করার নিয়ম

1. মূল Sentence টি অপরিবর্তিত অবস্থায় বসে+ comma (,) বসে + Tag question + note of interrogation (?) বসে।
2. Affirmative sentence-এর Negative tag হয় এবং Negative sentence-এর Affirmative tag হয়।যেমন 

  • a) Brids can fly, can’t they?
  • b) The boy does not play, does he?

3 . Tag question-এর কর্তা সবসময় Subjective pronoun হয়।
4. Statement-এর Subject-টিই Tag-এর Subject হয় এবং Subject-টি Noun হলে তা pronoun-এ রূপান্তরিত হয়।
5. Negative Tag question-এ auxiliary verb-এর সংক্ষিপ্তরূপ (contracted negative form of auxiliary verb) ব্যবহৃত হয়।
6. Tag question গঠনে যে সকল Auxiliary verb ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে- Am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, must, ought to, dare, need এবং used to.

প্রতিটি Rules সহজ ভাবে বুঝতে tag question rules pdf  শীট- টি দেখে নিন।

Rule-1: Auxiliary Verb যুক্ত Statement-কে Tag Question-এ রূপান্তরের সময় প্রদত্ত Statement-এর Auxiliary Verb যুক্ত হয়ে Positive statement-এর ক্ষেত্রে Negative tag এবং Negative statement-এর ক্ষেত্রে Positive tag বসে। যেমনঃ

  • a) Pavel has bought a book, hasn’t he?
  • b) Rifat can’t swim, can he?
  • c) Rahim doesn’t tell a lic, does he?
  • d) Rohim and Kabir don’t go to school, do they?
  • e) He is crying, isn’t he?
  • f) We shall go out for a walk, shan’t we?
  • g) She didn’t stay there, did she?
  • h) They were going to market, weren’t they?

Note:- তবে খেয়াল রাখতে হবে যে, Tag Question-এর Subject singular হলে তার আগের ‘Auxiliary verb’ singular হবে এবং Subject plural হলে তার আগের ‘Auxiliary verb’ plural হবে। যেমনঃ

  • a) Everybody is dancing, aren’t they? [not:- isn’t they?]
  • b) Nobody believes a liar, do they? [not:- does they?]
  • c) I am a student, aren’t/ ain’t I?[not:- amn’t I?]
  • d) I have a pen, haven’t I?[not:- hasn’t I?]

Rule-2: Present indefinite tense এর Affirmative বা Positive statement-এ সাহায্যকারী Verb থাকে না। তাই Negative tag-এর জন্য Subject অনুসারে don’t/ doesn’t ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে, Subject 3rd person singular number-হলে doesn’t এবং অন্য সকল ক্ষেত্রে don’t বসে। যেমন:

  • a) Fatema recites the Holy Quran daily, doesn’t she?
  • b) They tell a lic, don’t they?

Rule-3: Past indefinite tense-এর Affirmative (Positive) statement-এ সাহায্যকারী Verb থাকে না। তাই Negative tag-এর জন্য didn’t + subjective pronoun +? ব্যবহার করতে হয়।
Example :

  • a) Rahim bought a book, didn’t he?
  • b) They played well, didn’t they?

tag question rules pdf শীট ডাউনলোড করতে নিচের দিকে যান এবং সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন।

Rule-4: অনেক সময় Linking verb হিসেবে Present indefinite tense-এ am/is/are এবং Past indefinite tense-এ was/were ব্যবহার করা হয়। এক্ষেত্রে tag question করার জন্য সাহায্যকারী verb হিসেবে এগুলোকেই ব্যবহার করতে হবে। যেমনঃ

  • a) Rifat is a student, isn’t he?
  • b) I am not a doctor, am I?
  • c) They were players, weren’t they?
  • d) It was not a good tiffin, was it?

Rule-5: Principal verb হিসেবে ব্যবহৃত have/has/ had করা Possession (কারো কিছু অধিকারে থাকা) বুঝালে Tag করার সময় have/has/had-ই ব্যবহৃত হয়।

কিন্তু have/has/had দ্বারা possession না বুঝালে Tense Subject অনুযায়ী do/docs/did ব্যবহৃত হয়। যেমনঃ

  • a) I have a red pen, haven’t I?
  • b) We had a car, hadn’t we?
  • c) She has no pen, has she?

কিন্তু, 

  • a) I had an accident last week, didn’t I?
  • b) We have breakfast every morning, don’t we?
  • c) Your father has a bad back, doesn’t he?

Rule-6: Statement-এ সাহায্যকারী Verb হিসেবে একাধিক Verb থাকলে প্রথমটির সাহায্যে Tag question করতে হবে। যেমন:

  • a) The book has been written by Ruhul Amin, hasn’t it?
  • b) You should have done this earlier, shouldn’t you?

Rule-7: Statement-এ Subject + Auxiliary verb যদি Contracted (সংকুচিত) form-এ থাকে তাহলে মূল Verb দেখে Auxiliary verb টির সঠিক অবস্থা বুঝতে হবে এবং তা দিয়ে Tag question করতে হবে। অর্থাৎ

  • ‘d + V₁ থাকলে ‘d দ্বারা would বুঝায়; [V₁ = Verb এর present form]
  • ‘d + V3 থাকলে ‘d দ্বারা = had বুঝায়: [V₁ = Verb এর past participle form]
  • ‘s + ing যুক্ত Verb থাকলে ‘s দ্বারা is বুঝায়;
  • ‘s + V3 থাকলে ‘ s দ্বারা has বুঝায়

a) Karim’s going to school, isn’t he[এখানে Karim”s = Karim is]

b) He well in the exam, hasn’t he? [এখানে, He’s = He has]
c) I’d like to do it, wouldn’t I? [এখানে, I’d = I would ]
d) I’d finished my writing, hadn’t I? [এখানে, I’d = I had ]

Rule-8: আধুনিক ইংরেজীতে Statement টি Imperative sentence এর Affirmative/ Negative (Let’s/ Let us দ্বারা শুরু হওয়া Statement ব্যতীত) যাই হোক না কেন Tag question হিসেবে will you? ব্যবহার করা হয়। যেমন: 

  • a) Go home at once, will you?
  • b) Obey your parents, will you?
  • c) Be careful, will you?
  • d) Don’t make a noise, will you?
  • e) Please lend me your pen, will you?
  • f) Let them come here, will you?

তবে, Invitation এবং good wishes-এর ক্ষেত্রে Tag question-এ will you? এর পরিবর্তে won’t you? ও ব্যবহার করা যায়। যেমনঃ

  • a) Take a seat, won’t you?
  • b) Have a nice day, won’t you?

Rule-9: Imperative sentence এর Statement টি Let’s/ Let us দ্বারা শুরু হলে Tag question হিসেবে shall we? ব্যবহার করা হয়। যেমনঃ

  • a) Let’s go for a picnic, shall we?
  • b) Let us play football, shall we?

Rule-10: Statement-এর Subject হিসেবে যদি কোন Plural noun/pronoun থাকে তবে Tag question এর Subject হিসেবে they বসে। তবে ‘We’ Plural হলেও Tag question-এর Subject হিসেবে we-ই বসে। যেমনঃ

  • a) The birds are flying, aren’t they?
  • b) The people of Bangladesh are happy, aren’t they?
  • c) Monir and Rubel are going to school, aren’t they?

Rule-11: কোনো Statement-এর Subject (Singular) যদি ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ ইত্যাদি থাকে তবে Tag question-এর Subject হিসেবে it বসাতে হয়। যেমনঃ

  • a) The baby is walking, isn’t it?
  • b) The pen is red, isn’t it?
  • c) The dog does not bite, does it?

আপনি যদি এখনও tag question rules pdf শীট-টি ডাউনলোড করে না থাকেন  তাহলে এখনি ডাউনলোড করে নিন।

Rule-12: There দ্বারা শুরু হওয়া Statement-এর there কে Tag question-এ Subject হিসেবে ব্যবহার করে Tag question করা হয়। যেমন:

  • a) There is something wrong with him, isn’t there?
  • b) There are many trees in the field, aren’t there?

Rule-13: মূল Statement-এ কিছু Negative শব্দ যেমন never, hardly, rarely, scarcely, seldom, few, little, bit, never, barely, no sooner, no, nobody, none, without, no one, nothing etc. থাকলে Tag question টি Affirmative হবে। যেমনঃ

  • a) There is little we can do about it, is there?
  • b) You never say what you are thinking, do you?
  • c) It has no good side, is it?
  • d) He has few reasons for staying, has he?
  • e) Barking dogs seldom bite, do they?

Rule-14: কোন Statement-এর Subject হিসেবে Anybody, Anyone, Everybody, Everyone, Every mother/ man, No + one/ man/students, Nobody, None, Somebody, Someone, The + adjective, The police, The clergy, The folk, The army, The committee থাকলে Tag  questions এ Pronoun হিসেবে they ব্যবহৃত হয়। যেমনঃ

  • a) Every mother loves her child, don’t they?
  • c) Nobody called me, did they?
  • d) None can avoid death, can they?
  • e) No man is happy in the world, are they?
  • f) Somebody has stolen my pen, haven’t they?g) The rich are not always happy, are they?
  • h) The Police generally work in pressure, don’t they?

ব্যতিক্রম: The government wants to improve its image, doesn’t it?

tag question rules pdf শীট

tag question rules pdf শীট-টি ডাউনলোড করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং সহজেই tag question rules pdf শীট-টি ডাউনলোড করে নিন।

 

 

tag question rules pdf শীট-টি ডাউনলোড করা হয়ে গেলে সেখান থেকে মনোযোগ সহকারে প্রতিটি rules দেখে নিন।

Rule-15: কোন Statement-এর Subject হিসেবে Nothing, Anything. Everything. Something, The father/ mother/ brother থাকলে Tag Question-এ Pronoun হিসেবে it ব্যবহৃত হয়। যেমনঃ

  • a) Anything can happen, can’t it?
  • b) Nothing’s going to happen, is it?
  • c) Everything’s great, isn’t it?
  • d) Something is better than nothing, is it?
  • e) The mother rose in her, didn’t it?
  • f) The father in the man softened towards the child, didn’t it?

Rule-16: This, That, These, Those দ্বারা Statement শুরু হলে এগুলোর পরবর্তী noun/ pronoun-কে Subject বিবেচনা করে Tag question-এর Pronoun বসাতে হবে। যেমন:

  • a) That is a strange book, isn’t it?
  • b) That woman is very intelligent, isn’t she?
  • c) This is the best film we’ve ever seen, isn’t it?
  • d) These are apples, aren’t they?
  • e) Those books aren’t boring, are they?

Rule-17: Dialogue এর ক্ষেত্রে মধ্যবর্তী কোন Statement-এ কখনও কখনও Subject বা Verb কোনটাই উল্লেখ থাকে না। এমতাবস্থায় Tag question গঠনের জন্য পূর্ববর্তী Statement এর সাহায্য নিতে হবে। যেমনঃ

  • Please, buy a new bag for Dulal, will you?
  • Yes, but what’s for you?
  • O’ a sari for me, will you?

tag question rules pdf শীট-টি ডাউনলোড করতে উপরে দেওয়া ডাউনলোড অপশন ক্লিক করুন। ক্লিক করার পরই আপনি কাঙ্ক্ষিত tag question rules pdf শীট-টি পেয়ে যাবেন।

Rule-18: Statement টি দুই Clause বিশিষ্ট (Complex sentence) হলে অধিকাংশ সময় Main clause-কে বিবেচনায় রেখে Tag question করতে হয়। তবে Main clause দ্বারা Sub-ordinate clause এর উপর জোর প্রদান করা হলে Sub-ordinate clause কে বিবেচনায় এনে Tag question করতে হয়। যেমন:

  • a) If it rains, I will not come, will I?
  • b) When he came, I was sleeping, wasn’t 1?
  • c) I know that he is honest, isn’t he?
  • d) People believe that you take bribe, don’t you?

এখানে দেওয়া প্রতিটি  rules এর সহজ উপস্থাপন আমাদের  tag question rules pdf শীটে তুলে ধরা হয়েছে। তাই প্রতিটি ক্ষেত্র সহজ ভাবে বুঝতে tag question rules pdf ডাউনলোড করে নিন।

Rule-19: Auxiliary Verb যুক্ত Exclamatory Sentence এর Tag question হবে- “isn’t/ aren’t Exclamatory sentence এর Subject এর Subjective pronoun form+?” যেমন:

  • a) How beautiful the garden is, isn’t it?
  • b) What a nice flower it is, isn’t it?
  • c) What a fool you are, aren’t you?
  • d) How big an ant it is, isn’t it?

Rule-20: মূল Verb যুক্ত Exclamatory sentence এর Tag question হবে- “don’t/doesn’t/ didn’t + Exclamatory sentence এর Subject এর Subjective pronoun form+?” ব্যবহার করে Tag question করতে হয়। যেমন:

  • a) How sweetly the bird sings, doesn’t it?
  • b) How sweet you sing, don’t you?

Rule-21: অনেক সময় Exclamatory sentence-এ Subject Verb হিসেবে isn’t it? ব্যবহার করা হয়। উল্লেখ থাকে না সেক্ষেত্রে Tag questionহিসাবে isn’t it ব্যবহার করা হয়।যেমন:

  • a) What a pity, isn’t it?
  • b) How awful, isn’t it?
  • c) How odd, isn’t it?
  • d) How funny, isn’t it?
  • e) What an idea, isn’t it?
  • f) What a shame, isn’t it?
  • g) Who cares,  do they?

Rule-22: Exclamation clause এর ক্ষেত্রে Negative Tag ব্যবহৃত হয়। এটা নিশ্চয়তার কাজ করে। যেমনঃ

  • a) What a storm that was, wasn’t it?
  • b) How lovely to be going home, isn’t it?

Rule-23: কোনো Statement-এ Used to + Verb থাকলে Tag question-টি হবে didn’t + Subject+? যেমনঃ

  • a) He used to walk in the morning, didn’t he?
  • b) You used to go to mosque, didn’t you?

Rule-24: কোনো Statement-এ ought to থাকলে Tag question-এর Verb টি হবে oughtn’t/ shouldn’t এবং ought not থাকলে Tag question-এর Verb টি হবে ought/ should, যেমনঃ

  • a) You ought to see a doctor, oughtn’t/ shouldn’t you?
  • b) We ought not disobey your parents, ought/ should we?

Rule-25: Statement-এ need/ dare + to + verb থাকলে Tag question টি হবে don’t/ doesn’t/ didn’t + subject+? যেমনঃ

  • a) I need to go there, don’t I?
  • b) He needs to help you, doesn’t he?
  • c) He needed to go there, didn’t he?

Rule-26: Statement-এ Need not + verb এর present form থাকলে Tag question টি হবে need + subject + ?

  • a) He need not go there, need he?[এক্ষেত্রে ‘need ‘ Auxiliary verb]
  • b) I need not help him, need I?

আপনার যদি কোন rules বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের tag question rules pdf শীট-টি দেখে নিতে পারেন।

Rule-27: Statement-এ all of each of/ none of some of/Neither of/ Either of ইত্যাদি থাকলে of এর পরবর্তী object কে Subject বিবেচনা করে Tag question-এর Subject নির্ণয় করা হয়। যেমন:

  • a) All of us should help the poor, shouldn’t we?
  • b) Some of them have passed the exam, haven’t they?
  • c) Neither of them went, did they?

Rule-28: Sentence-এ Subject হিসেবে River, motherland, ship, moon, ferry ইত্যাদি থাকলে Tag question-এর Subject হিসেবে she বসবে। যেমন:

  • a) Bangladesh is our motherland, isn’t she?
  • b) The moon is beautiful to look at, isn’t she?
  • e) The padma is our main river, isn’t she?

Rule-29: Sentence-এ Subject হিসেবে Sun, death, war ইত্যাদি থাকলে Tag questions-এর Subject হিসেবে he/ it বসবে। যেমনঃ

  • a) The sun gives us light, doesn’t he/ it?
  • b) The war has destroyed everything, hasn’t he/ it?

tag question rules pdf এই শীট থেকে আপনি Tag question এর সম্পূর্ণ ধারণা পেয়ে থাকবেন, যা tag question এর সকল সমস্যা সমাধানের নিশ্চয়তা দেবে। তাই দেরি না করে উপরে দেওয়া ডাউনলোড অপশন থেকে tag question rules pdf শীট-টি ডাউনলোড করে নিন।

tag question rules pdf শীট ছাড়া SSC এবং HSC ইংলিশ এর সকল ধরনের পিডিএফ শীট পেতে আমাদের ওয়েবসাইট আজকের আর্টিকেল ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট টি সংগ্রহ করে নিন।

তাছাড়া আপনি যদি পাসপোর্ট বা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কোনো রকম জটিলতার সম্মুখীন হন এবং তা ঘরে বসেই সমাধান করে নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাইটে epassportinfo.com ভিজিট করে সেই সমস্ত কাজ কিভাবে করবেন তা জেনে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top