আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো 1 লিটার অকটেনের দাম কত এবং অকটেন ব্যবহার মোটরসাইকেল ইঞ্জিনের জন্য কতটুকু উপযোগি,,, জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন….
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছেন যে ভোক্তা পর্যায় অকটেনের দাম ১২৮.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য।
1 লিটার অকটেনের দাম কত
পরিমাণ(লিটার) | পূর্ব মূল্য | বৃদ্ধি (টাকা) | বর্তমান মূল্য |
১ | ১২৮.৫০ | ২.৫০ | ১৩১ |
২ | ২৫৭ | ৫ | ২৬২ |
৩ | ৩৮৫.৫ | ৭.৫ | ৩৯৩ |
৫ | ৬৪২.৫ | ১২.৫ | ৬৫৫ |
আমাদের দেশের মোটরসাইকেল ব্যবহারকারীগন পেট্রোল থেকে অকটেনকে বেশি বেচে নিয়ে থাকেন।
কেনোনা পেট্রোল থেকে অকটেন জ্বালানি হিসেবে অনেক সাশ্রয় কর।
বাংলাদেশে 1 লিটার অকটেনের দাম কত
তবে দিন যতই যাচ্ছে ততই মোটরসাইকেল ব্যবহারকারীগনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোটরসাইকেল কিনার পূর্বে আমাদের জানা দরকার জ্বালানি হিসাবে কোনটি ব্যবহার করলে বেশি সাশ্রয় হবে।
সেই হিসাবে আমরা বলতে পারি মোটরসাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে অকটেনি সবচেয়ে বেশি সাশ্রয় এবং এটা মোটরসাইকেল ইঞ্জিনের জন্য অনেক উপযোগী।
1 লিটার অকটেনের দাম বিশ্ববাজারে কিছুটা কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে।
তাই বিশ্ববাজারে অকটেনের মূল্য কিছুটা কম হলেও দেশের বাজারে তা বিক্রি করা হচ্ছে আগের নির্ধারিত চওড়া মূল্যে।
1 লিটার অকটেনের দাম কত এবং তা বৃদ্ধির জন্য মোটরসাইকেল চালক-কারিগণ দের পরতে হয় বিপাকে। যার জন্য তাদেরকে ঘনতে হয় ভাড়তি টাকা।
এর প্রসঙ্গে সরকার এবং জ্বালানি মন্ত্রণালয় দেশেরবাজারে জালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-হ্রাস নিয়ে সর্তকতা অবলম্বন এবং দেশের বাজারে জালালি তেলের মূল্য হ্রাস ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে টাকার মূল্য সমন্বয় করার জন্য কাজ করে যাচ্ছে।
মোটরসাইকেল এর ইঞ্জিন এবং জ্বালানি খ্যাতের এসম্পর্কিত সকল তথ্য জানতে কমেন্ট-সেকশনে আমাদের সাইটে আপনা মতামত জানিয়ে ভিজিট করুন।
আরো পড়ুন :1 লিটার পেট্রোলের দাম কত