সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা? সার্বিয়া যা, দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। সেইখানকার সরকারি মুদ্রা হিসাবে ব্যবহার করা হয় সার্বিয়ান দিনার। অর্থাৎ ১ সার্বিয়ান দিনার সমান ১ টাকা ২০ পয়সা।

আজকের এই আর্টিকেলে সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা তাছাড়া সার্বিয়া সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন।

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা অর্থাৎ ১ সার্বিয়ান দিনার সমান বাংলাদেশী মুদ্রা প্রায় ১ টাকা ২০ পয়সা।

সার্বিয়ান দিনারটাকা (বাংলাদেশ)
১ টাক ২০ পয়সা
৬ টাকা
৫০৬০ টাকা
১০০১২০ টাকা
১০০০১২০০ টাকা
১০,০০০১২,০০০ টাকা
২০,০০০২৪,০০০ টাকা
৩০,০০০৩৬,০০০ টাকা
৪০,০০০৪৮,০০০ টাকা
৫০,০০০৬০,০০০ টাকা

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা একটি বসবাস অথবা ভ্রমণের জন্য যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যা প্রয়োজন তাহলো সে দেশের কারেন্সি বা মুদ্রা সম্পর্কে অবগত হওয়া।

এবং তার পাশাপাশি সে দেশের অন্যান্য তথ্য যেমন ; রাজনৈতিক, ভৌগোলিক এবং সে দেশের মানুষের সামাজিক অবস্থা সম্পর্কে। আজকের এই আর্টিকেলে সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা তা জানার পাশাপাশি সেই সকল তথ্য জেনে নিতে পারবেন।

সার্বিয়া জিডিপি বা মাথাপিছু আয়

সার্বিয়ার মোট জিডিপি ১ লাখ ১২ হাজার ৪৭৫ বিলিয়ন মার্কিন ডলার এবং মাতা পিছু আয় বা জিডিপি ১৬ হাজার ৬৩ মার্কিন ডলার (২০১৮ সালের গণনা অনুসারে)

সার্বিয়ার আয়তন ও জনসংখ্যা 

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা তা জানার পাশাপাশি আমাদের জানা দরকার সে দেশের আয়তন বা সীমাবদ্ধতা সম্পর্কে। অঅর্থাৎ সার্বিয়ার মোট আয়তন ৮৮ হাজার ৩৬১ বর্গ কিলোমিটার বা ৫৪ হাজার ৮৮২.৬ বর্গমাইল।

সে দেশে বসবাসরত মোট জনসংখ্যা সকারি হিসাব মতে প্রায় ৬৮ লক্ষ বা ৬.৭ মিলিয়ন।

সার্বিয়া রাষ্ট্র ব্যবস্থা 

সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি একক রাষ্ট্র। যা পৌরসভা বা শহর, জেলা এবং দুটি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে গঠিত।

সার্বিয়াতে কসোভো বাদে রয়েছে আরো ১৪৫ টি পৌরসভা এবং ২৯ টি শহর। যা স্থানীয় সরকারের নিজেস্ব মৌলিক ইউনিট ধারায় নিয়ন্ত্রণ।

সার্বিয়া ধর্ম ব্যবস্থা 

সার্বিয়ার রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিষ্টান। তবে সেখানে রয়েছে আরো ভিন্ন ধর্মীয় অনুসারী মানুষ। যেমন আঅর্থোডক্স, ক্যাথলিক, মুসলিম, ইহুদি এবং নাস্তিক ইত্যাদি।

তবে আঅর্থোডক্স হচ্ছে তাদের সবচেয়ে পরোনো ধর্ম। যার পরিমাণ সে দেশের মোট জনসংখ্যার ৮১ শতাংশ। 

সার্বিয়া পার্শ্ববর্তী দেশ সমূহ 

আপনার ভ্রমণ কার্য আরো সহজ করতে বা উপার্জন বৃদ্ধি করেতে আপনি যদি সার্বিয়া থে অন্যকোন দেশে যেতে চান তাহলে জেনে নিতে হবে সার্বিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে।

সার্বিয়া যেহেতু ইউরোপীয় দেশ। সেহেতু সে দেশে যাওয়া অথবা সে দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা অনেকেই করে থকে।

আপনি সার্বিয়া থেকে যে রাষ্ট্র গুলা থেকে সহেজে যেতে পারবেন। যেমন; হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া ও বসনিয়া। অর্থাৎ আপনি চাইলেই খুব সহজে সার্বিয়া থেকে এইসব দেশে আরোহণ করতে পারবে।

সার্বিয়ার প্রাচীন ইতিহাস ও অর্থনীতি

সার্বিয়া এমন একটি ইউরোপীয় দেশ, যেখানে প্রতিনিয়ত প্রাকৃতিক বিপদের খুব উচ্চ ঝুঁকি থেকে থাকে।

সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি অঙ্গরাজ্য হলেও দেশটি ইউরোপীয় অন্যান্য রাষ্ট্রের মতো উন্নত নয়। তাই ইউরোপে সার্বিয়ার পরিচিতি এক দরিদ্র রাষ্ট্র হিসেবে।

যার পার-ক্যাপিটা হিসাবে জিডিপির পরিমাণ ৫ হাজার ৯০০ ইউএস ডলার, যা গোটা ইউরোপের মধ্যে সপ্তম সর্বনিম্ন জিডিপির দেশ।

তবে যুগোস্লাভিয়া যুগে সার্বিয়া ছিল ইউরোপের সবচেয়ে প্রগতিশীল অর্থনীতিগুলোর মধ্যে একটি উন্নতশীল দেশ। দেশটির রাজধানী বেলগ্রেডকে একসময় ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান প্রশাসনিক রাজধানী ব্রাসেলসের সঙ্গে তুলনা করা হতো।

তাদের এই অবনতির প্রধান কারণ দুর্নীতি ও অপরাধ প্রবণতার মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাওয়া। এছাড়া ক্রমাগত মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে ঋণাত্মক প্রভাব সৃষ্টি করেছে। যা সে দেশের অর্থনীতির জন্য হুমকিশরুপ হয়ে পরে।

এর ফলে দেশটিতে ২০১৭ সালে প্রকাশিত এক জরিপ অনুযায়ী শতকরা ২০ দশমিক ৩ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। তাছাড়া আপনি অবশ্য অবগত সার্বিয়ার মুদ্রার মান বা সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা, আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি সার্বিয়ার দারিদ্র্যসীমা।

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই সমস্ত তথ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রা সম্পর্কিত সকল তথ্য জানতে ওয়েবসাইটসাইট ভিত্তিক পোস্ট নিয়মিত পড়ুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top