বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া ২০২৪, তা জানার পূর্বে আমাদের জানতে হবে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সৌদি-আরব এর কোন কোন এয়ারলাইন্সে বিমান চলাচল করে। কারণ স্তান এর উপর নির্ভর করে বিমানের টিকেটের মূল্য।
তাই আমাদের জানতে হবে বাংলাদেশ থেকে সৌদি আরবের কোন কোন এয়ারপোর্টে বাংলাদেশ বিমান চলাচল করে। বাংলাদেশ থেকে সৌদি আরবের যেসব এয়ারলাইন্সে বিমান চলাচল করে তা হলো জেদ্দা, রিয়াদ,মদিনা ও দাম্মাম এয়ারলাইন্সে।
Contents
বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া ২০২৪
গন্তব্যস্তর | ইকোনিমিক ক্লাস | বিজনেস ক্লাস |
ঢাকা টু জেদ্দা | ৪৮,০০০ ৮৯,০০০ | ১,১০,৫০০ ১,৮০,৮৫০ |
ঢাকা টু রিয়াদ | ৫৪,০০০ ৮৯,০০০ | ১,১৫,৪৫০ ১,৯৫,০০০ |
ঢাকা টু মদিনা | ৫৬,৮৯০ ৯৮,৫০০ | ৯৯,৫৯০ ১,৭৮,০০০ |
ঢাকা টু দাম্মান | ৪৯,৯০০ ৯৫,০৯০ | ১,০৫,৬৯০ ১,৯৯,৪৫০ |
বাংলাদেশ থেকে সৌদি আরব এর উদ্দেশ্যে অনেকে গুলা বিমান চলাচল করে থাকে। আর সেগুলা গিয়ে থাকে সৌদি আরবের একেক অঞ্চলে। তাই সেই জায়গায় অনুযায়ী বিমান ভাড়া হয়ে থাকে ভিন্ন।
ঢাকা টু জেদ্দা
বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া, ঢাকা টু জেদ্দা রুটের ইকোনোমিক ক্লাসের ভাড়া হচ্ছে ৪৮,০০০ টাকা থেকে ৮৯,০০০ টাকা পর্যন্ত এবং বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে ১,১০,৫০০ টাকা থেকে ১,৮০,৮৫০ টাকা পর্যন্ত।
ঢাকা টু রিয়াদ
বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া, ঢাকা টু রিয়াদ রুটের ইকোনোমিক ক্লাসের ভাড়া ৫৪,০০০ টাকা থেকে ৮৯,০০০ টাকা পর্যন্ত। বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে ১,১৫,৪৫০ টাকা থেকে ১,৯৫,০০০ টাকা পর্যন্ত।
ঢাকা টু মাদিনা
বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া, ঢাকা টু মাদিনা রুটের ইকোনোমিক ক্লাসের ভাড়া হচ্ছে ৫৬,৮৯০ টাকা থেকে ৯৮,৫০০ টাকা পর্যন্ত। এবং বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে ৯৯,৫৯০ টাকা থেকে ১,৭৮,০০০ টাকা পর্যন্ত।
ঢাকা টু দাম্মাম
বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া, ঢাকা টু দাম্মাম রুটের ইকোনোমিক ক্লাসের ভাড়া হচ্ছে ৪৯,৯০০ টাকা থেকে ৯৫,০৯০ টাকা পর্যন্ত। এবং বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে ১,০৫,৬৯০ টাকা থেকে ১,৯৯,৪৫০ টাকা পর্যন্ত।
ইকোনমিক ক্লাস ও বিজনেস ক্লাসের পার্থক্য
ইকোনমি ক্লাসের সিট মানসম্মত এবং সেখানে সীমিত পরিসেবা রয়েছে । তবে প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ইকোনমি থেকে এক ধাপ উপরে, আরো আরামদায়ক বসার এবং আরও ভালো খাবারের বিকল্প প্রদান করে থাকে
ইকোনমিক ক্লাস ও বিজনেস ক্লাসের দাম কত
বিজনেস ক্লাস ফ্লাই করতে একটি ইকোনমি টিকিটের দামের থেকে পাঁচ থেকে দশ গুণ বেশি খরচ করতে হয়।
এই আর্টিকেলে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি, বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তা জেনে নিতে পেরেছেন।
প্রতিদিনের নতুন নতুন খবর, বিশ্বের প্রতিটি দেশের মুদ্রা সম্পর্কিত ও যাতায়াত প্রক্রিয়া এবং আপদের সকল অজানা তথ্য জানতে আমাদের সাইটে ভিজিত করুন।
আরো পোষ্ট পড়তে ভিজিট করুন: আজকের আর্টিকেল