ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা

ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা, ফ্রান্সে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ইউরো, যার মুল্য বাংলাদেশের টাকা প্রায় ১২৮ টাকা ৪১ পয়সার সমান।

ফ্রান্সের ১ টাকা বাংলাদেশের কত টাকা, প্রতিটি দেশের মুদ্রার মান নির্ভর করে, সে দেশের ডলারের হার অনুসারে।

তাই প্রতিটি দেশের মুদ্রার মূল্য প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। আজকে আমরা জানাবো, ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা এবং ফ্রান্সের মুদ্রা সম্পর্কিত বিভিন্ন তথ্য। 

ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা

ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এর তথ্য অনুসারে আজকে ফ্রান্সের ১ টাকা বা 1 ইউরো সমান ১২৮ টাকা ৪১ পয়সা। ৫ ইউরো সমান ৬৪২ টাকা ৫ পয়সা। ১০ ইউরো সমান ১২৮৪ টাকা ১ পয়সা। ৫০ ইউরো সমান ৬৪২০ টাকা ৫০ পয়সা এবং ১০০ ইউরো সমান ১২৮৪১ টাকা।

ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা

ইউরোটাকা (বাংলাদেশ)
১২৮ টাকা ৪১ পয়সা
৬৪২ টাকা ৫ পয়সা
১০১২৮৪ টাকা ১০ পয়সা
৫০৬৪২০ টাকা ৫০ পয়সা
১০০১২৮৪১ টাকা
১০০০১,২৮,৪১০ টাকা

ইউরো ও ডলারের পার্থক্য

ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত দেশগুলো তাদের বিনিময়ের মাধ্যম বা মুদ্রা হিসেবে ইউরো অথবা ডলার ব্যবহার করে থাকে। তবে ডলার ও ইউরো এর মূল সমান নয়। তার কারণ মুদ্রাস্ফীতি। যার ফলে ডলার থেকে ইউরো এর মূল্য  কিছুটা বেশি। 

ফ্রান্সের আয়তন ও জনসংখ্যা

ফ্রান্স পশ্চিম ইউরোপীয় একটি দেশ। যার আয়তন প্রায় ৬ লক্ষ ৪০ হাজার ৬৭৯ বর্গকিলোমিটার বা ২ লক্ষ ৪৭ হাজার ৩৬৮ বর্গমাইল। যা পৃথিবীর আয়তনের দিক থেকে ২১ তম রাষ্ট্র। সেখানকার বসবাসরত মোট জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭১ লক্ষ ৫৮ হাজার। তাদের মোট জিডিপি $২.৮২৬ টিলিয়ন (তথ ২০১৭ সাল অনুসারে)।

বিশ্বের সবচেয়ে পুরনো জাতি-রাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। যা মধ্যযুগে ডিউক এবং রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একজন মাত্র শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে। 

ধর্ম

ফ্রান্সের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিষ্টান। সেখানে বসবাসরত মোট জনসংখ্যা ৫১.১% খ্রিস্টান, ৩৯.৬% ধর্মহীন, ৫.৬% মুসলিম, ০.৮% ইহুদি এবং ২ ৫% অন্যান্য বিশ্বাসী অনুসারী বাস করে।

ফ্রান্সে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা 

রাজনৈতিক আশ্রয়, উচ্চশিক্ষা, বিভিন্ন ধরনের বৃত্তিসহ নানা কারণেই শিল্প এই ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবাধিকারের তীর্থভূমি ফ্রান্সে যাচ্ছেন বাংলাদেশিরা। শুরুতে এই সংখ্যা সামান্য হলেও বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন দীর্ঘদিন ধরে এখানে বসবাসরত প্রবাসীরা।

বাংলাদেশ থেকে ফ্রান্সের বিমান ভাড়া 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর তথ্য অনুসারে ইকোনমিক ক্লাসের ভাড়া হচ্ছে ১,৩৮,৫৬০ টাকা থেকে ১,৯৫,৭০০ টাকা পর্যন্ত। এবং বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে ২,০৭,৫৯০ টাকা থেকে ২,৪২,৭৯০ টাকা পর্যন্ত।

ফ্রান্সের 1 টাকা বাংলাদেশের কত টাকা, প্রতি দিনের মূল্য। তাছাড়া বিশ্বের সমস্ত দেশের মুদ্রা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমাদের সাইটে আপনার মতামত জানিয়ে ভিজিট করুন। আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের অজানা সকল তথ্য জানাতে।

আরো পড়ুন: আজকের টাকার রেট

আরো পড়ুন: মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আরো পড়ুন: ১ ভরি কত গ্রাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top